Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ডেঙ্গু হয়েছে কী ভাবে বুঝবেন, জেনে নিন

শহর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে বিগত কিছুদিন ধরেই ভয়ংকর বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বেশ কিছু মৃত্যুও ঘটেছে অজানা জ্বরে। 

এই রকম সময়ে ডেঙ্গুর চেনা লক্ষণগুলো জেনে রাখা খুব জরুরি।

 আসুন, জেনে নেওয়া যাক কী কী উপসর্গে বুঝবেন আপনার ডেঙ্গু হয়েছে?

 ধুম জ্বর আসতে পারে 
 গায়ে র‍্যাশ বেরোচ্ছে 
 অসহ্য মাথা ব্যথা হচ্ছে 
 চোখের আশেপাশে ব্যথা হচ্ছে 
 পেশী আর গাঁটে ব্যথা হচ্ছে 
 বমি বমি ভাব 
 খিদে না পাওয়া 
 বর্ষাকালে কিডনির সংক্রমণ থেকে বাঁচবেন কীভাবে?
 সব ধরনের ডেঙ্গুতেই যে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, তা নয়।
 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলে সারা দুনিয়ায় প্রায় ১৯০ মিলিয়ন ডেঙ্গু আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। 
৯৬ মিলিয়ন ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়েছে।
 ভারতে প্রতি বছর ২৫ শতাংশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 
 অনেক ক্ষেত্রে জ্বরের তিন চারদিন পর ঘাড়ের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।

 কাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে? 


জমা জল রয়েছে, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
 যাদের এক বার ডেঙ্গু হয়েছে রোগ প্রতিরোধ খমতা যাদের কম
 যাদের প্লেটলেট কাউন্ট কম 
 ডেঙ্গু হয়েছে কি না, কোন পরীক্ষায় জানতে পারবেন?
 ব্লাড কাউন্ট 
টেস্ট এলিজা 
টেস্ট পিসিআর টেস্ট 
 আরও পড়ুন, 

ওষুধ ছাড়াই কী ভাবে কমবে পলিসিস্টিক ওভারির সমস্যা? 

 ডেঙ্গু হলে কী করবেন?

 উপসর্গ চলতে তাকলে চিকিৎসকের পরামর্শ নিন প্রচুর পরিমাণে জল পান করুন প্যারাসিটামল নিলে তাপমাত্রা কমতে পারে অ্যাসপিরিন অথবা আইবুপ্রোফিন রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই এই ড্রাগ খবরদার নেবেন না চিকিৎসকের পরামর্শ মেনে চলুন অবশ্যই ডেঙ্গু আক্রমণের সম্ভাবনা কমানোর জন্য কী কী করতে পারেন? 
 মশা ডিম পাড়তে পারে, এরকম পরিষ্কার জল জমিয়ে রাখবেন না। মশারিতে জাল দিয়ে রাখুন, ফুল হাতা জামা পরুন, মশার কয়েল জ্বালিয়ে রাখতে পারেন। একবার যাদের ডেঙ্গু হয়েছে, তাদের আবার সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই সতর্ক থাকতে

Post a Comment

0 Comments

Ad Code